ইন্সটিটিউট অব ডিপ্লোমা সার্ভেয়ার বাংলাদেশ (আই.ডি.এস.বি)’ চাঁদপুর জেলা শাখার কমিটির আলোচনা সভা সোমবার বিকালে শহরের ধান সিড়ি চাইনিজ রেষ্টুডেন্টটে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইন্সটিটিউট অব ডিপ্লোমা সার্ভেয়ার বাংলাদেশ আই.ডি.এস.বি ’র চাঁদপুর জেলা শাখার সভাপতি সার্ভেয়ার মোঃ অহিদ উল্যাহ (পারভেজ) বলেন, আমরা আশা রাখি আগামী ডিসেম্বরে জাতীয় স্কেল সরকার বাস্তবায়িত করে। সার্ভেয়ারদের পদ-পদবি সরকার পরিবর্তন করবে। বর্তমান সরকার সার্ভেয়ারদের কর্মদক্ষতার উপর বিশেষ ভাবে নজর রেখেছে । তাদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে ( আই.ডি.এস.বি)’র সহ- সভাপতি আবদুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন (আই.ডি.এস.বি)’র সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন প্রমুখ। এসম উপস্থিত ছিলেন সার্ভেয়ার রফিকুল ইসলাম, নছির উদ্দিন, নুরে আলম প্রমুখ। সভায় সর্ব সম্মতি ক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ]আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট [/author] : আপডেট ১০:২৪ পিএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur