Home / চাঁদপুর / চাঁদপুরে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকিতে র‌্যালী
চাঁদপুরে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকিতে র‌্যালী

চাঁদপুরে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকিতে র‌্যালী

ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকিতে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের স্বপ্ন সোনার বাংলা গড়ার বাস্তবায়িত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের সব জেলার মধ্যে চাঁদপুরকে সর্বক্ষেত্রে প্রথম স্থানের জেলা হিসেবে তৈরি করতে হবে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদের উদ্যেক্তাদের ওয়েব পোটাল সম্পুর্ণভাবে পরিপূর্ণ করতে হবে। প্রত্যেক উদ্যেক্তাকে নতুন নতুন আইডিয়া তৈরি করে। ওয়েব পোর্টালগুলোর মান উন্নয়ন করতে হবে। আগামী ৩ ডিসেম্বর এর মধ্যে জেলা প্রতিটি ভুমি অফিস গুলোতে ওয়েব পোটাল তৈরি করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হারুনুর রশীদের পরিচালনায় উদ্যোগক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (আইসিটি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ আব্দুল্লাহ সাদীদ, সদর উপজেলার মোঃ কামরুজ্জামান, মমতাজ আক্তার, হাইমচর উপজেলার মোঃ সাকিব, হাজীগঞ্জ উপজেলার মোঃ ফয়সাল আহম্মেদ, রহিমা আক্তার, কচুয়া উপজেলার জয়নাল আবেদীন, শাহরাস্তি উপজেলার ইয়াকুব সানী, মতলব দক্ষিণ উপজেলার মোঃ নাজমুল হাসান, সুমী আক্তার, মতলব উত্তর উপজেলার মোঃ শাওন, রেশমা আক্তার, ফরিদগঞ্জ উপজেলার মো. মিজানুর রহমান, ফিরোজ আক্তার প্রমুখ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।। ০৫:২০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ