চাঁদপুর

‘অভয়াশ্রমে মা ইলিশ ধরা বন্ধ হয়নি’ এটা সঠিক নয় : জেলা প্রশাসক

চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা রোববার (২১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি বলেন, ‘অভয়াশ্রমের সময়ও ইলিশ ধরা বন্ধ হয়নি, এটা সঠিক নয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দিন রাত সমানতালে নদীতে অভিযান পরিচালনা করছে। সকলের মাঝে আরো জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’

জেলা প্রশাসক বলেন, স্ব স্ব দপ্তর গুলোকে গত ১০ বছরের সরকারের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে হবে। শুধু তুলে ধরলেই হবে না জনগণকে জানাতে হবে। চাঁদপুর জেলায় বিদ্যুৎ বিভাগে প্রচুর কাজ হয়েছে, কিন্তু এ ব্যপারে জনগনের সামনে কোন কিছু তুলে ধরা হয়নি। বিষয় গুলো সচিত্রভাবে তথ্য তুলে ধরতে হবে।

তিনি বলেন, চাঁদপুর শহরের মোলহেডে ওয়াকওয়ে নির্মাণ জরুরি। এতে শুধু সৌন্দর্য্যই বাড়বে না। দর্শনার্থীরা অনেক দূর থেকে পায়ে হেটে মেঘনার রূপ বৈচিত্র দেখতে পারবেন। এ কাজটুকু পানি উন্নয়ন বোর্ড ইচ্ছে করলে করে দিতে পারবেন। জেলায় স্বাস্থ্য বিভাগের যে সকল কাজ চলমান রয়েছে তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। কোন কাজ আটকিয়ে রাখা যাবে না।

বিগত সভার কার্য-বিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহব্ুুবুল আলম লিপন, পল্লী বিদুৎ-১ কর্মকর্তা কেফায়েত উল্ল্যাহ, পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন আহমেদ,

জেলা তথ্য অফিসার নুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকতা নিলিমা আফরোজ, হাইমচর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সায়েদ সরকার, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ,

জেলা সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার, পরিবেশ অধিদপ্তরের ক্যামিষ্ট কাজী সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২১ অক্টোবর, ২০১৮

Share