চাঁদপুর

চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অনিয়মের দায়ে চাঁদপুর জেলা শহরে ঢাকা ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মহসিন উজ্জ্বল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায, এ ডায়াগনিস্টক সেন্টারটিতে সেবার মূল্য তালিকা প্রদর্শন, ডিপ্লোমা ডিগ্রিধারী টেকনিশয়ান, এক্স-রে এর জন্য আনুবিক অধিদপ্তরের সনদ না থাকায় তাদের এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মহসিন উজ্জ্বল চাঁদপুর টাইমসকে জানায়, ‘অনিয়মের দায়ে ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০০৯ সালে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এসময় চাঁদপুর জেলা প্রশাসনের আইসিটি বিভাগের জহিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশে একটি ফোর্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share