চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গিয়ে সোহেল (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের দর্জিঘাট সংলগ্ন দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার প্লান কেন্দ্রের সামনে ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ফরিদাকান্দি গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে।
অপর শ্রমিক কামাল হোসেন জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশ চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছেন। বুধবার বিকেলে নিহত সোহেল কাজ শেষে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। সে নদীতে সাতার কাটা অবস্থায় বালিবাহী বাল্কহেডের ঢেউয়ের আঘাতে সোহেল নদীতে তলিয়ে যায়।
এদিকে অনেকক্ষণ সোহেলকে খোঁজাখুজি কওে না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছতেই সোহেলের মৃত দেহ ভেসে উঠতে দেখে।
তাৎক্ষণিক উদ্ধার করে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণাা করেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur