চাঁদপুর

চাঁদপুরে ট্রেন থেকে পড়ে কিশোরী আহত

চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশনে ট্রেন থেকে পড়ে মোহসেনা আক্তার বৃষ্টি (১৪) নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ মে সোমবার দুপুরে।

আহত বৃষ্টি কুমিল্লা জেলার দাউদ কান্দি দৌলতী গ্রামের মঈনুদ্দিন চৌধূরীর মেয়ে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রথমে জানা যায়, বৃষ্টি আক্তার ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছেন।

কিন্তু এ ব্যাপারে বৃষ্টি আক্তারের সাথে কথা হলে সে চাঁদপুর টাইমসকে জানায়, ‘সোমবার দুপুরে সে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন থেকে চট্রগ্রাম যাওয়ার জন্য সাগরিকা এক্সপ্রেস ট্রেনে চড়েন। ট্রেন ছাড়ার পর জানতে পারেন বৃষ্টি যে বগিতে উঠেন, তার টিকেটের নম্বর অনুযায়ী বগির সাথে মিল নেই। এতে করে সে দ্রুত ওই বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়।’

এতে সে নাকে মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করায়।

এ ব্যাপারে আহত বৃষ্টির নানী ফরিদগঞ্জ উপজেলার গোয়াল ভাওর গ্রামের মুন্নী বেগম জানান, ‘বৃষ্টি আক্তার তার ভাইয়ের মেয়ের ঘরের নাতনি। সে চট্রগ্রাম জেলার বায়জিদ থানার মোহাম্মদ নগর এলাকায় থাকেন। পহেলা বৈশাখে সে চাঁদপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দিন সে চট্রগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সাগরিকা ট্রেনে উঠেন।’

এ ব্যাপারে বৃষ্টি মা মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তার জন্য দায়ী তারা ( যে বাড়িতে বেড়িয়েছিলো)। সে পহেলা বৈশাখে আমার নিষেধ অমান্য করে চাঁদপুরে বেড়াতে গেছে। আমার মেয়ে মারা গেলে বা কিছু হলে তার জন্য তারাই দায়ী থাকবে।’

কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share