চাঁদপুর

চাঁদপুরে ট্রেনে নিচে পড়ে নিহত কিশোরের পরিচয় মিলেছে

চাঁদপুর-লাকসাম রেলপথের শাহাতলী স্টেশন সংলগ্নস্থানে ড্যামো ট্রেনের নীচে পড়ে নিহত কিশোরের পরিচয় মিলেছে। সে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কল্যানদীর মো: নূরুল আমিন খানের ছেলে ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের ছাত্র নিয়াম খান (১৭) । ।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় রেলপথের হামানকর্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় নামক স্থানে ডেমু ট্রেনের নীচে পড়ে নিহত হয়।

ডেমু ট্রেনের এলএম মো.আবদুল বারী জানান, কিশোরটির সাথে থাকা একটি হিরো সাইকেল রেল লাইনের পাশে বাশঁ ঝাড়ে রেখে ট্রেনের নীচে ঝাঁপ দেয়। তখন সে ট্রেনের নীচে না পড়ে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেগে মাথায় ও পায়ের আঘাতে ঘটনাস্থলে মারা যায়। তার পরণে লুঙ্গি, গায়ে সার্ট ও গ্রিপার পরিহিত ছিল।

পিতা-মাতার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ঘটনার দিন চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সোরোয়ার আলম এর নির্দেশে চাঁদপুর রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেনসঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মৃত দেহ উদ্বার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং১,২৯-১-১৮।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ

Share