Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রেনে কাটা কলেজ ছাত্রের লাশ হস্তান্তর
চাঁদপুরে ট্রেনে কাটা কলেজ ছাত্রের লাশ হস্তান্তর

চাঁদপুরে ট্রেনে কাটা কলেজ ছাত্রের লাশ হস্তান্তর

চাঁদপুর মিশন রোড এলাকায় মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়া কলেজ ছাত্রের লাশ পরিবারের কাছে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে জিআরপি পুলিশ।

পরিবার ও স্থানীয় গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে ও কোনো প্রকার অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

তবে জিআরপি পুলিশ অপমৃত্যুর সাধারণ ডায়েরি করেছে। যার নং ২/১০ (১৪/১১/২০১৬)
এ ব্যাপারে জিআরপি (রেলওয়ে) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, ‘ঘটনার দিন রাতেই একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে। পরিবারের লোকজন অভিযোগ নেই মর্মে জিআরপি বরাবর একটি লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্যদের কাছে মঙ্গলবার সকালে লাশ হস্তান্তর করে।’

প্রসঙ্গত, ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাবাকে জড়িয়ে স্ট্যাটাস দিয়ে সোমবার (১৪ নভেম্বর) রাতে চাঁদপুর মিশন রোডের মাথায় রেল লাইনে চট্রগ্রাম-মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে
আত্মহত্যা করে কলেজছাত্র রিশান হোসাইন সেন্টু।

মৃত্যুর পূর্বে সেন্টু সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে (স্ক্রীনশট সংরক্ষিত) জানায়-

‘জীবনে কি পাইছি…..সবই তো হারাইছি
অন্ধকার জীবন দেখতে আর ভাল লাগে না
তাই সব ছেরে (ছেড়ে) চলে যাবো……..
যদি কারো কোন ক্ষতি করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন…..আমিন
Sorry Baba’

এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন- মৃত্যুর পূর্বে স্ট্যাটাস : চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের আত্মহত্যা

: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

চাঁদপুরে ট্রেনে কাটা কলেজ ছাত্রের লাশ হস্তান্তর

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply