চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে মেঘনা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. মনির হোসেন ঢালি (৩৫) যুবক আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, নিহত মনিরের স্ত্রীসহ দু’সন্তান রয়েছে। পরিবারে ঠিকমতো ভরণপোষণ না দিতে পারায় তার স্ত্রীর সাথে ঝগড়া হতো। সেই প্রেক্ষিতে তার স্ত্রীর সাথে ঝগড়া করে মঙ্গলবার সকালে বড় স্টেশন এলাকায় দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
নিহত মনির শরিয়তপুর জেলার সখিপুর থানার গুরচং এলাকার। সে চাঁদপুর শহরের যমুনা রোডে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। ঘটনার পর রেলওয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
||আপডেট: ০৪:৪৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur