চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক গুরুত্তর আহত সদর হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। শনিবার বিকেল ৩টায় শহরের র্কোট ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্রগ্রাম থেকে সাগরিকা এক্রপ্রেস চাঁদপুর ষ্টেশনে প্রবেশ করার সময় ছাদ থেকে পা ফসকে পরে বেলাল হোসেন(২৬) মাথা, হাত,পা ও শরিরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়।
পরে দায়িত্বরত আনছার বেটিলিয়ান সদস্যরা ও দুই সাংবাদিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত যুবকের ডান হাত ভিঙ্গে যায়। তাকে এক্রসে করার পর কর্তব্যরত ডাঃ সিরাজুল ইসলাম ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে।
আহত বেলাল হোসেন চট্রগ্রাম থেকে সাগরিকা এক্রপ্রে যোগে চাঁদপুর এসে ফরিদগঞ্জ রুপসা লাউতুলি দাদার বাড়িতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে সে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। পুলিশ তার কাছে থাকা মোবাইল নাম্বার পেয়ে পিতা মাতার কাছে খবর পাঠানো হয়েছে।
আপডেট: ১১:৫১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রোববার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur