চাঁদপুরে সপ্তাহ ব্যাপি ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর শহরের বাস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে শহর পদক্ষিন করে কালী বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
বিকেলে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন এবং র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সেপেক্টর (টিআই) নাছির উদ্দিন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,
চাঁদপুর বিআরটিএর উপ-পরিচালক শেখ মো. ইমরান, ইন্সেপেক্টর জিয়া উদ্দিন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সিসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন পরিবহন নেতৃবৃন্দ।
শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur