Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রাক করে গাঁজা পাচারকালে গ্রেফতার ৩
গাঁজা

চাঁদপুরে ট্রাক করে গাঁজা পাচারকালে গ্রেফতার ৩

চাঁদপুরে ট্রাকে করে গাঁজা পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জুন রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শনিবার রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকা ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা (৩২), একই জেলার রুহুল আমিন মোল্লা(৩৪) ও নুর আলম (২৪)।

জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা চৌরাস্তা এবং হরিনা ফেরী ঘাটের মধ্যবর্তী বিআইডব্লিউটিএ এর মাঠের উত্তর পাশের গাজী বাড়ী পাকা রাস্তার উপর চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা, রুহুল আমিন মোল্লা ও নুর আলম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৮ জুন ২০২৩