চাঁদপুর মডেল থানা পুলিশ ১১ ড্রাম জাটকা আটক করেছে। সোমবার দুপুরে শহরের বাগাদি থেকে ১ টি ট্রাক সহ ১১ ড্রাম জাটকা আটক করে থানায় নিয়ে আসে। আটক জাটকা গুলো থানায় রাখা হয়েছে। ট্রাকের মালিকে খাবর দেয়া হয়েছে।
মডেল থানার এ এস আই পলাশ বড়ুয়া জানায়, ভোরে বাদাদিতে জাটকাগুলো গাড়িতে লোড করতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই খানে সঙ্গিয় ফোর্সসহ গেলে পাচারকারীরা সটকে পড়ে। তখন পরিত্যক্তি অবস্থায় ট্রাকসহ জাটকাগুলো থানায় নিয়ে আসে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নাসিম জানন, জাটকাগুলো আটক রয়েছে। গাড়ির ড্রাইভারকে খবর দেয়া হয়েছে। আটক জাটকাগ্রলো জেল খানায় বিতরণ করা হবে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২০ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur