চাঁদপুর শহরে রাস্তা পার হতে গিয়ে পানিবাহী ট্রাকের চাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট এলাকায় চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়ক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলে ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর গ্রামে।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর রাফিন বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়ার পথে একটি পানির ট্যাংকবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সে মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ চাঁদপুর টাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur