চাঁদপুরে ট্রলার থেকে ১৫০০ কেজি বিষাক্ত জেলি চিংড়ি জব্দ 

চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোষ্টগার্ড।

২০ মে  শনিবার আনুমানিক দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর মোহনা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, অভিযানে মেঘনা নদীতে ১ টি স্টীলবডি ট্রলার তল্লাশি করে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২০ মে ২০২৩

Share