চলতি ২০২০-২১ অর্থবছরের আসন্ন আমন মৌসুমে চাঁদপুর জেলার চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা থেকে ১৪৪ মেট্রিক টন ধান সরকারিভাবে ক্রয় করার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ড রোববার ৮ নভেম্বর দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর থেকে ধান কেনা শুরু এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এর কার্যক্রম চলবে । শাহরাস্তি উপজেলা ৫ মে.টন এবং চাঁদপুর সদর উপজেলায় ৯৩ মে.টন আমন ধান ক্রয় করা হবে।
চাঁদপুর সদরে আগের মতই লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে এবং শাহরাস্তি উপজেলায় ‘কৃষক অ্যাপস’ এর মাধ্যমে কৃষকের রেজিস্ট্রেশন করতে হবে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার এ কমিটির সভাপতি । তাঁর নেতৃত্বে ধান ক্রয় করা হবে বলে তিনি জানান।
আবদুল গনি , ৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur