চাঁদপুর

চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ৪৬,৭৪৭ জন : টিকা গ্রহণ ৩৩,৭২১ জন

চাঁদপুরে সোমবার বেলা ২টা পর্যন্ত ১৪তম দিনে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৪৬ হাজার ৭ শ ৪৭ জন । ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে টিকা গ্রহণ করেছে ৩৩ হাজর ৭ শ’ ২১ জন ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ২৩ ফেব্রুয়য়ারি জানিয়েছেন।

চাঁদপুরে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনার মধ্যে চলছে। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আইসোলেন ওয়ার্ডে সার্বিক টিকা দান কর্মসূচি সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ত চলে থাকে।

প্রতিদিন রেজিস্ট্রেশন ২৪ ঘন্টাই অনলাইনে সার্ভারে এসে যোগ হচ্ছে ।এদিকে বয়স্কদের অগ্রাধিকার দিতে স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে,চাঁদপুরে আজ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৪৭ হাজার ৭শ’ ৪৭জন চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রæয়ারি পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারী-পুরুষের সংখ্য ৩৩ হাজার ৭ শ ২১ জন।

কেবল মাত্র শুধুমাত্র মঙ্গলবার ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করেছে ২ হাজার ১ শ ৯৭ জন ৩টার পর । ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথেও টিকা নেয়া হচ্ছে ।

চাঁদপুরে করোনা শনাক্ত ২,৮২৬ জন, নতুন মৃত্যু নেই

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদিন ১৯টি স্যাম্পলের রিপোর্টে ২ জনের করোনা শনাক্ত হয়। বাকি ১৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮শ’ ২৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬শ’ ৮৬ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

সূত্র থেকে আরো জানা যায়,ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ১৯টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ ও ১৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে।আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায় এবং একজনের বাড়ি কচুয়া উপজেলায়। চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৫২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আবদুল গনি ,২৩ ফেব্রুয়ারি ২০২১

Share