চাঁদপুর

চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ৬৯,৮২২ জন : টিকা ৫৩,৭৯২ জন

চাঁদপুরে গত ৭ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ বেলা ৩ টা পর্যন্ত মোট টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৬৯,৮২২ জন। ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে মোট টিকা গ্রহণ করেছে ৫৩,৭৯২ জন ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ২২ মার্চ এ তথ্য জানিয়েছেন।

তথ্য মতে,এখনও ১৬,০ ৩০ জন টিকা নেই নি ।

কেবল মাত্র শুধুমাত্র আজ ২০ মার্চ ৩ টা পর্যন্ত ৩৭৯ জন টিকা গ্রহণ করে। আগামি ৭ এপ্রিল থেকে দ্বিতীয় রাউন্ড টিকা শুরু হবে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে ।

আবদুল গনি , ২২ মার্চ ২০২১
এজি

Share