চাঁদপুর

চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ৬০,১৮১ জন : টিকা গ্রহণ ৪৬,০৩৭ জন

চাঁদপুরে ৭ মার্চ বেলা ২টা পর্যন্ত ২৩তম দিনে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৬০,১৮১ জন । ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে টিকা গ্রহণ করেছে ৪৬,০৩৭ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ৭ মার্চ এ তথ্য জানিয়েছেন। তথ্য মতে, চাঁদপুরে রোববার পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৬০,১৮১ জন। টিকা গ্রহণ করেছে ৪৬,০৩৮ জন । এখনও ১৪,১৪৪ জন টিকা নেই নি ।

চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র,জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ মার্চ পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারা-পুরুষর সংখ্যা ৪৬.০৩৭ জন। কেবল মাত্র শুধুমাত্র রোবারবার ৭ মার্চ ৩ টা পর্যন্ত ৭৪৮ জন টিকা গ্রহণ করে ।

এদিকে এপ্রিল মাস থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে চাঁদপুর সিভিল সার্জন ডা. মো.সাফায়েত উল্লাহ রোববার দুপুরে জানিয়েছেন।

চাঁদপুর গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রির্পোাট শূন্য

চাঁদপুরে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ নমুনা পরীক্ষার তুলনায় আনুপাতিক হারে করোনা পজিটিভ শনাক্তের পরিমাণ কম হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় চাঁদপুর জেলায় নতুন করে কোনো করোনা পজিটিভ রিপোর্ট ছিলো না। এদিন ৩৫টি স্যাম্পলের রিপোর্টের সবগুলোই নেগেটিভ আসে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২,৮৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭শ’ ২৪ জন। তবে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হলেও এদিন ৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

উপজেলা ভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১২৪৪ জন, হাইমচরে ১৭৪ জন, মতলব উত্তরে ২১০ জন, মতলব দক্ষিণে ৩০৮ জন, ফরিদগঞ্জে ৩১৪ জন, হাজীগঞ্জে ২৪৩ জন, কচুয়ায় ১০৬ জন ও শাহরাস্তিতে ২৫৯ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৩৫টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। যার মধ্যে কোনো স্যাম্পল পজিটিভ শনাক্ত হয়নি। চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮ জন।

সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৪৬ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৮ জন,ফরিদগঞ্জে ১৪ জন,হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন,মতলব উত্তরে ১১ জন,মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন।

আবদুল গনি , ৭ মার্চ ২০২১

Share