শীর্ষ সংবাদ

চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ৫৯,৩৭৬ জন : টিকা গ্রহণ ৪৫,৩৮৯ জন

চাঁদপুরে ৬ মার্চ বেলা ২ টা পর্যন্ত ২২ তম দিনে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৫৯,৩৭৬ জন। ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে টিকা গ্রহণ করেছে ৪৫,৩৮৯ জন। প্রাপ্ত পরিসংখ্যান মতে , চাঁদপুরে আরো ১৩,৯৮৭ জন এখনও টিকা গ্রহণ করেনি।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ৬ মার্চ এ তথ্য জানিয়েছেন। তথ্য মতে, চাঁদপুরে রোববার পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৫৯,৩৭৬ জন ।

চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র,জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪ মার্চ পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারা-পুরুষর সংখ্যা ৪৫,৩৮৯ জন।

কেবল মাত্র শনিবার ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করে ৮২৮ জন।

আবদুল গনি , ৬ মার্চ ২০২১

Share