শীর্ষ সংবাদ

চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন ৫৩,৬৩৮ জন : টিকা গ্রহণ ৩৯.৬১১ জন

চাঁদপুরে ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বেলা ২ টা পর্যন্ত ১৫ তম দিনে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৫৩,৬৩৮ জন ।ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে টিকা গ্রহণ করেছে ৩৯,৬১১ জন ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ২৭ ফেব্রুয়য়ারি জানিয়েছেন।

পরিসংখ্যান মতে-চাঁদপুর জেলা ৮ উপজেলায রেজিস্ট্রেশনকৃত আরো ১৪ হাজার ২৭ জন এখনও টিকা গ্রহণ করেনি। সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লা ৮ উপজেলায রেজিস্ট্রেশনকৃত সকল নর-নারীকে টিকা নিয়ে নিজকে সুরক্ষা করার আহবান জানিয়েছেন ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, চাঁদপুরে আজ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৫৩,৬৩৮ জন ।
চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র,জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৭ ফেব্রæয়ারি পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারা-পুরুষের সংখ্যা ৩৯,৬১১ জন।

কেবল মাত্র শুধুমাত্র শনিবার বার ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করে ১,৩৩৭ জন । ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন।

আবদুল গনি , ২৭ ফেব্রুয়ারি ২০২১

Share