চাঁদপুর

চাঁদপুরে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ ৪,৭৮৭ জন

চাঁদপুরে ৮ এপ্রিল সকাল ৮ টা থেকে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত গত ২৪ ঘন্টায় টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৭৪,২৪৯ জন। প্রথম টিকা গ্রহণের দিন থেকে ৬০ দিনের মাথায় দ্বিতীয় টিকার ডোজ গ্রহণ করতে পারবে বলে স্বাস্থ্যবিভাগের নির্দেশনা রয়েছে।

১১ এপ্রিল শনিবার পযন্ত দ্বিতীয় ডোজ নিলেন ৪,৭৮৭ জন। শুরু থেকে এ পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেন ৫৮,৪০৭ জন । শুধুমাত্র এ দিন প্রথম ডোজ টিকা নেন ২০০ জন । আর দ্বিতীয় ডোজ নেন ২,৫৩১ জন ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ১০ এপ্রিল এ তথ্য জানিয়েছেন। রেজিস্ট্রেশনকৃত প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকরে। যারা রেজিস্ট্রেশন করে এখনও টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হযেছে ।

তিনি আরও জানান, ৩৯ হাজার ডোজ ১০ বিকেলে এপ্রিল চাঁদপুরে এসে পৌছছে ।

আবদুল গনি ,১১ এপ্রিল ২০২১

Share