চাঁদপুরে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত গত ২৪ ঘন্টায় টিকা রেজিস্ট্রেশন হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬শ ৪৪ জন। ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে মোট টিকা গ্রহণ করেছে ৬৫ হাজার ৭শ ৫০ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ৩ আগস্ট এ তথ্য জানিয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে মতে, চাঁদপুর জেলার সব উপজেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই দিনে ১৬২ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৫৫৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩ জন।
এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭,০৩৯ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩,৩৪১ জন । এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৩ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
আবদুল গনি , ৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur