Home / চাঁদপুর / চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ নিমজ্জিত
চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ নিমজ্জিত

চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ নিমজ্জিত

চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে ব্লকের আঘাতে তলা ফুটো হয়ে যাত্রী বাহি লঞ্চ এম ভি সম্পা ডুবে গেছে। অল্পের জন্য ১৫ জন স্টাফ প্রাণে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টায় ইচলী লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে লঞ্চের ১০জন স্টাফ আহত হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর-ঢাকার মধ্যেচলা চলকারী যাত্রীবাহী লঞ্চ এম ভি সম্পা ইচলী ঘাটে ভিড়ানো ছিল। হঠাৎ বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে প্রচন্ড গতিতে আসা ঝড়ো হাওয়ার কবলে পড়ে সম্পা লঞ্চটি মাঝ নদী থেকে উড়িয়ে নদীপাড়ে উঠিয়ে ফেলে। এতে নদীর পাড়ে থাকা ব্লকের আঘাতে লঞ্চটির তলদেশ ফুটা হয়ে বেশিরভাগ অংশ নদীতে ডুবে যায়।

এসময় লঞ্চের মাস্টার,সুকানী,লশকর,গিজার,ড্রাইভার,বাবুচিসহ কমপক্ষে ১০জন স্টাফ আহত হয়েছে,বলে লঞ্চের ম্যানেজার মো:আলম জানান।

এ ব্যাপারে চাঁদপুর বন্দর কর্মকতা ও উপ- পরিচালক মো: মোস্তাফিজুর রহমান জানান,লঞ্চটি নদীর কিনারেই ছিল। ঝড়ের কারনে তলদেশ ব্লকের আঘাতে ফুটা হয়ে যায়। যাত্রী ছিল না ক্ষয়ক্ষতি হয়নি। সম্পা লঞ্চের পরিবর্তে তুতুল চলবে।’

: আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ এএম, ১১ জুন ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply