চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় মেঘনা নদীতে ১৭’শ বস্তা চিনি ও ৬০ ব্যারেল সয়াবিন তেলসহ একটি ট্রলার ডুবে গেছে।
৪ জানুয়ারি শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজারের সহদেব সাহা প্রতিষ্ঠানের ব্যবসায়ী টিটু সাহা।
এতে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সুহদেব সাহা, ত্রিনাথ ভান্ডার ও পদ্মা ভান্ডার।
এদিন সকালে নারায়ণগঞ্জ মেঘনা মিল থেকে চিনি ও সয়াবিন তেল বহন করে মোহাম্মদ আলী মাঝির ট্রলারটি চাঁদপুর নদী বন্দর এলাকার পুরান বাজার ঘাটে আসতেছিল। দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড় বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি আনন্দবাজার এলাকায় ডুবে যায়।
এ সময় ট্রলারের মাঝি মাল্লা সাঁতরিয়ে তীরে উঠে আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিমজ্জিত ট্রলারটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো উদ্ধার সম্ভব হলেও চিনি বস্তাগুলো ভিজে নষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ৪ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur