চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন টিলা বাড়ির জেলেদের সাথে নৌ-পুলিশের সংঘর্ষ হয়েছে। ৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে লঞ্চঘাট মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা মাছ নিধন কালে এই হামলার ঘটনা ঘটে।
জেলেদেরকে ধাওয়া করলে তারা নৌ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় নৌ-পুলিশ নিজের জীবন বাঁচাতে ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করেন।
চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে নৌ থানা ইনচার্জ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন… চাঁদপুরে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, আইন অমান্য করে জাটকা মাছ নিধন কালে জেলেদেরকে ধাওয়া করা হয়। এসময় জেলেরা নদীর তীরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। নৌ পুলিশ পরিস্থিতি ঘোলাটে দেখে ৬ রাউন্ড গুলি বর্ষণ করেন। এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে টিলা বাড়ির জেলে ও তাদের মদদ দাতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৬ এপ্রিল ২০০২১