চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন টিলা বাড়ির জেলেদের সাথে নৌ পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
৭ এপ্রিল বুধবার সকালে চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। যার নং-১৮। মামলায় জেলে, দাদনদার, মদদ দাতাসহ বিভিন্ন জনের নাম রয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে লঞ্চঘাট মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা মাছ নিধন কালে জেলেদেরকে ধাওয়া করলে তারা নৌ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় নৌ পুলিশ নিজের জীবন বাঁচাতে ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করেন।
নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম মামলাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নি।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur