Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে জেলি পুশকৃত চিংড়ি জব্দ
চাঁদপুরে জেলি পুশকৃত চিংড়ি জব্দ

চাঁদপুরে জেলি পুশকৃত চিংড়ি জব্দ

চাঁদপুর কোস্টগার্ড জেলিপুশকৃত বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ-বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম শহিদুল ইসলাম, পিও এর একটি অপারেশন দল কর্তৃক বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মাছঘাট, হারিণা ফেরীঘাট ও আলু বাজারে অভিযান চালিয়ে ২০০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি (আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা) জব্দ করা হয়।

জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি চাঁদপুরের জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করার জন্য মাটি চাপা দেওয়া হয়।

স্টাফ করেসপন্ডেন্ট||আপডেট: ০৬:১৩  অপরাহ্ন, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply