Home / চাঁদপুর / চাঁদপুরে জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্যের বিক্ষোভ ও সড়ক অবরোধ
সিএনজি

চাঁদপুরে জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্যের বিক্ষোভ ও সড়ক অবরোধ

চাঁদপুর জেলার অধিনস্থ পৌরসভার অনুমোদিত স্থায়ী স্ট্যান্ডবিহীন পৌরসভার কর্তৃক ইজারা প্রদান করে চাঁদা আদায়, স্থায়ী স্ট্যান্ড না থাকাসহ নানা দাবিতে চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক মালিক ঐক্য প্রতিবাদ কর্মসূচী পালনের ডাক দিয়েছি। তারা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করায় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক মালিক ঐক্য।

দীর্ঘ ২ ঘণ্টা সড়কে যানজট সৃষ্টি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে এবং তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দিলে শ্রমিক মালিকরা তাদের কর্মসূচি ২৪ ঘন্টার জন্য প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন…     আন্দোলনের অন্তরালে সড়ক অবরোধ, চাঁদপুরকে অস্থিতিশীল করার চেষ্টা দুই শ্রমিক নেতার

এসময় বক্তব্য রাখেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি (২৫০৩) কাজী ফারুক, সাবেক সভাপতি রিপন হোসেন, জেলা সিএনজি শ্রমিকদলের সভাপতি মুকবুল হোসেন, সহ-সভাপতি মঞ্জুর আলম খান, পৌর সিএনজি শ্রমিক দলের সভাপতি মনির মিজি, সদস্যসচিব খোকন ফরাজী, যুগ্ম সম্পাদক আবুল কালাম ভুট্টু, মোঃ ইউনুস মিয়া।

বক্তারা বলেন, আমরা স্ট্যান্ড ও যাত্রী ছাউনী ছাড়া পৌর টোল জেলার কোথাও দিবো না। আমাদের কাছ থেকে ১০/১৫ টাকা করে যে চাঁদা নেওয়া হচ্ছে টোলের নামে এটি বন্ধ করতে হবে।
আমাদের ড্রাইভারদের জন্য গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেই, স্ট্যান্ড নেই, বসার জায়গা, বিশ্রামাগার কিছুই নাই। আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।

এছাড়াও তারা জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এর উদ্দেশ্যে বলেন, পৌর টোল আদায়ের জন্য অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক ও পৌর প্রশাসক। কিন্তু টোল আদায়ের নামে যে চাঁদাবাজি হচ্ছে, তা জেলা বিএনপির উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা আরো বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ টোলের নামে চাঁদা আদায় করেছে। ৫ আগস্টের পর এখন কোন অপশক্তি টোলের নামে নিরীহ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এ চাঁদাবাজি বন্ধ করতে হবে।

দুঃখের বিষয় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পাওয়ার পরেও অবৈধভাবে অদ্য ১৪/୦8/২০২৫ইং তারিখ থেকে চাঁদপুর সদর পৌরসভা সহ অন্যান্য পৌরসভা কর্তৃক ষ্ট্যান্ড/টার্মিনাল ব্যতীত অবৈধ ভাবে পৌর কর্তৃপক্ষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালেয়ের বিজ্ঞপ্তি ও হাইকোর্টের রিট পিটিশনেক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইজারা প্রদান করেন।

যাহা চাঁদপুর জেলার সিএনজি শ্রমিক/মালিকেদের সাথে তামাশা মাত্র। উক্ত অবৈধ ইজারাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষ ও রাস্তা বন্ধ হওয়ার আশংকা রহিয়াছে।

নিজস্ব প্রতিনিধি, ২০ এপ্রিল ২০২৫