চাঁদপুর

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির সভা

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ২০১৯সালের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী খাঁন।

জেলা জজ বক্তব্যে বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অধিকার বঞ্চিত ও নির্যাতিত গরিব-দুঃখী জনগণকে সরকারি খরচে সরাসরি জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা দিয়ে থাকে। সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে এবং আইনজীবিদের আরো বেশি সক্রিয় হতে হবে।

সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার মোশারফ ইউসুফ পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা সুপার মো. মঈন উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল ) শাকিলা ইয়াসমিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক,

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান,সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ফারহানা আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড.মো: শাহাদাৎ হোসেন, পিপি এ্যাড আমান উল্লাহ আমান,বিশেষ পিপি (নারী ও শিশু) অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার সহকারি কৌশুলী রুহুল আমিন সরকার,প্যানেল এ্যাড:এ জেডএম রফিকুল হাসান, মো:নুরুল হক, মো:হলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিচার বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Share