চাঁদপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে শহরের চিত্রলেখা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,সহ সভাপতি মোস্তফা বন্দুকশী, শাহাজাহান কবির খোকা,নজরুল ইসলাম নজু,যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন প্রমুখ।

জেলা,সদর উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারিনী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতাসহ গণহত্যার দায় মামলা হয়েছে। ইনশাল্লাহ ফ্যাসিষ্ট হাসিনার সরকারের তৈরি করা মানবতা বিরোধী আদালতে তার এসব মামলায় ফাঁসি না হওয়া পর্যন্ত যুবদল রাজপথে থাকবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে।

এ দেশ গণতান্ত্রিক উপায়ে চলবে, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতিবাজদের বিচার হবে এই মাটিতে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৫ আগস্ট ২০২৪

Share