চাঁদপুর

চাঁদপুরে ‘জেলা ব্রান্ডিং’ কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলাপমেন্ট ‘খোঁজ’ সংবাদ সম্মেলন

‘জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলাপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের ‘খোঁজ’ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সোমবার বেলা ১২টায় দেশব্যাপি একযোগে এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আব্দুস ববুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদুরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন,সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম,বিএম হান্নান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, জেলা শিক্ষা অফিসার ইউনুছ ফারুকী ও জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন মাধ্যমে জনগণকে প্রচুর সেবা দিয়ে যাচ্ছে। প্রচার প্রচারণার অভাবে এসব সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারছে না । সরকার মনে করছে এ ক্ষেত্রে জেলা তথ্য অফিস প্রধান ভূমিকা রাখতে পারে। জেলা তথ্য অফিস সরকারের সেবাগুলো জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে তথ্য অফিস ভুমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, তথ্য-প্রযুক্তিসহ সকল উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।’

এসময় চাঁদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৫:০৩ পিএম, ২৩ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ / এজি

Share