চাঁদপুর

চাঁদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ সোমবার (৩ অক্টোবর ) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

সভায় বক্তারা বলেন, ‘যে কোর্টে তারেক জিয়ার বিরুদ্ধে রায় দেয়া হয়, সেটি হলো মুজিব কোর্ট। এ মুজিব কোর্টের রায় আমরা মানি না। জনগণ মানে না। এমন একদিন আসবে যখন বাংলার মানুষ এ অবৈধ সরকারের বিরুদ্ধে রায় দিবে। তখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র, হত্যা, গুম, দ্রব্যমূল্য, মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকারের বিরুদ্ধে রায় দিবে। তাই আপানার প্রস্তুত হন । আগামী দিনে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দ্যেশে বক্তারা বলেন, ‘আপনারা জনগণের ওপর গুলি চালাবেন না। জনগণ তাহলে এর দাঁতভাঙ্গা জবাব দিবে। আপনারা জনগণের সেবক। তাই জনতার পক্ষে থাকেন।’

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মনির চৌধুরী, কাজি গোলাম মোস্তফা, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, শহর যুবদলের আহ্বায়ক আ. কাদির বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, শহর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ, জেলা জিয়ামঞ্চের সভাপতি সোয়েব মো. কলিম।

।। আপডটে, বাংলাদশে সময় ৯:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share