চাঁদপুর

চাঁদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ সোমবার (২১ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ি অনুষ্ঠিত হয়।

সভপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সলিম।

যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আ. কাদির বেপারী, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, জেলা জিয়া মঞ্চের সভাপতি সোয়েব মো. কলিম প্রমুখ।

বক্তারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এদেশের গণতন্ত্র পনুরুদ্ধার আন্দোলন করছেন ঠিক সে মুহূর্তে তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা মনে করি, ভোটবিহীন সরকার খালেদা জিয়ার বিরুেেদ্ধ নয় গণতন্ত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।’

বক্তারা আরো বলেন, ‘ভোটবিহীন সরকার গণতন্ত্রকে কবর দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শহীদ জিয়া একদলীয় বাকশালীয় শাসনের কবর রচনা করেছেন। যার কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপাধি পেয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি এ দেশের মানুষের পাশে সব সময় ছিলো এবং থাকবে। দেশের মানুষের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হবে।

এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২০ পিএম, ২১ নভেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share