চাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফল বাতিল, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার, দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর রোববার বিকাল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড.সেলিম উল্যাহ সলিম।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.জাহাঙ্গীর হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাড.জাকির হোসেন ফয়সাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্য জীবী দলের সভাপিত মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
কোরআন তেলোয়াত করেরওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জসিম উদ্দিন।
বক্তারা বলেন,আন্দোলনের মধ্যমে তত্তাবধায়কের দাবী আদায় করে শেখ হাসিনাকে উৎখাত করবো। আজকে এদেশে দুবৃক্ষ চলছে। সাধারণ আলু ক্রয় ক্ষমতার বাইরে। শেখ হাসিনা নিজে বলেন জনগনের ভোট চুরি করে ক্ষমতা আসতে চান না। ওনার এমন বক্তব্যে মানুষ হাসে। ফেইসবুকে ছাত্রলীগ কর্মী ভোট দিতে পারেনি,সে ভিডিও ভাইরাল হয়েছে। ঢাকায় নিজেরা বাসে আগুন আওয়ামী লীগ দিয়েছে,তা প্রমাণ হয়েছে। তারা বিএনপি কে বেকায়দায় ফেলতে আরজকতা সৃষ্টি করছে। সর্তক থাকতে হবে।
বক্তরা বলেন, কোন স্বৈরাচারী গণতান্ত্রিক ভাবে বিদায় নেয়নি। স্বৈরাচারীকে বিদায় করতে স্বৈরাচারীকায়দায় বিদায় করতে হবে। রাজপথের আন্দোলনে মাধ্যমে শেখ হাসিনাকে গদি থেকে নামাতে হবে।
স্টাফ করেসপন্ডেট,১৫ নভেম্বর ২০২০