চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আবারও কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির জেলা হিসেবে চাঁদপুরে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১ এপ্রিল সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গনবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলা করোনা সংক্রমনের উচ্চ ঝঁকিপূর্ণ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের স্বার্থে সকল ধরনের জনসমাগম (সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় বা অন্যান্য) নিষিদ্ধ করা হল।
এ জেলার সকল পর্যটন,বিনোদন কেন্দ্র,সিনেমা হল,থিয়েটার হলে জনসমাগম নিষিদ্ধ করা হলো। গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারন ক্ষমতা ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। সকল শিক্ষা-প্রতিষ্ঠান প্রাক-প্রাথমিক,প্রাথমিক,মাদ্রাসা,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
রাত ৮ টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। শপিং মলে ক্রেতা বা বিক্রেতা উভয়কেই যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং রাত ৮ টার মধ্যে সকল দোকান,মার্কেট বা শপিংমল জরুরি খাদ্যপন্য,(ঔষধের দোকান ব্যতিত) বন্ধ থাকবে।
হোটেল-রেস্তোরাসমূহে দারন ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের প্রবেশ বাতিল করা হলো। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালিন সর্বদা মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট , এপ্রিল ১ , ২০২১
এজি