Home / চাঁদপুর / চাঁদপুরে জেলা প্রশাসকের সদর মডেল থানা পরিদর্শন
জেলা প্রশাসকের

চাঁদপুরে জেলা প্রশাসকের সদর মডেল থানা পরিদর্শন

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন সদর মডেল থানা পরিদর্শন করেছেন। ২৪ মে শনিবার সকালে পরিদর্শনে আসলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া।

পরে সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক আসামীদের ওয়ারেন্ট সম্পর্কে, অস্ত্রাগার পরিদর্শন, কিশোর গ্যাং, মাদক, অনলাইন জিডির অগ্রগতি ও নিয়মিত মামলাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া তিনি কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুর সদর মডেল থানাসহ সংশ্লিষ্টরা ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত ও সেকেন্ড অফিসার মোঃ ফেরদৌসসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসেলাম অনিক, ২৪ মে ২০২৫