চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
চাঁদপুর জেলা জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার জুয়েলার্স ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ‘চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীদের অভিষেক অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ১৯৪৭ সালে স্বর্ণ আমদানি একটি আইন ছিলো। ঐ আইনে স্বর্ণ আমদানি করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। এ ছাড়া স্বর্ণ বেচা কেনায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের।
তিনি বলেন, ‘জুয়েলার্স ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খাতকে আরও শক্তিশালী করতে ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জেলা জুয়েলার্স সমিতি চাঁদপুরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নতুন কমিটির নেতৃত্বে জুয়েলার্স সমিতি আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।’
অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা জুয়েলার্স সমিতির চেয়ারম্যান মো. মোস্তফা ফুল মিয়ার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
সমিতির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেলা জুয়েলার্স সমিতির সহ সভাপতি জয়রাম রায়।
অভিসিক্ত হলেন যারা নির্বাচিত জেলা জুয়েলার্স সমিতির অভিষিক্ত হয়েছেন যারা,চেয়ারম্যান – রোটাঃ মোঃ মোস্তফা ফুলমিয়া,সাধারণ সম্পাদক – মানিক পোদ্দার, সহ-সভাপতি – মানিক মজুমদার, অজিত সরকার, জয়রাম রায়,নয়ন রায়, সহ -সাধারণ সম্পাদক- নজির আহমেদ, রঞ্জন ঘোষ, জামিল আহমেদ, মাসুদ মাল, তাপস পাল, কোষাধক্ষ্য – বাবুল কর্মকার, কার্যনির্বাহী সদস্য – নবজিত চন্দ্র দাস, নাজির উদ্দিন, সুবল সরকার, পার্থ চন্দ্র বিশ্বাস, মোঃ আহসান উল্লাহ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
৩১ জানুয়ারি ২০২৬