চাঁদপুর

চাঁদপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুটি প্যানেলের মনোনয়ন পত্র দাখিল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেন দুটি প্যানেলের প্রাথীরা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মো. আবদুল লতিফ শেখ এবং রিটানিং কর্মকর্তা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবদুল্লাল আল মামুনের কাছে মনোনয়নপত্র জমা দেন দুটি প্যানেলের প্রাথীরা। প্যানেল দুটি হচ্ছে সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদ ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সমিতির মোট ভোটারের সংখ্যা ৩শ’। এ উপলক্ষে ইতমধ্যেই চাঁদপুর আইনজীবী সমিতি তথা আদালত পাড়া এলাকাজুড়েই নির্বাচনি উৎসবের আমেজ বিরাজ করছে

মনোনয়নপত্র জমা দেওয়া আইনজীবী সম্বনয় পরিষদের (আওয়ামী লীগ) প্রাথীরা হলোঃ : সভাপতি পদে অ্যাড. শেখ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাড আলহাজ¦ মোঃ নওশেদ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মোরশেদ আলম তালুকদার বাবুল, সাধারন সম্পাদক অ্যাড. শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাড. মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মোঃ খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর অ্যাড. মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর অ্যাড. মোঃ শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি অ্যাড. সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড.মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. বিশ^জিত কর রানা, মোঃ আল আমিন হোসেন,ও মোঃ কামরুল ইসলাম।

মনোনয়নপত্র জমা দেওয়া সমমনা জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট পরিষদ (বিএনপি) প্রাথীরা হলোঃ সভাপতি পদে অ্যাড. মো. ইব্রাহিম খলির, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. কামাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক অ্যাড. মো. এমরান হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাড. মাসুদ প্রধানিয়া, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সম্পাদক লাইব্রেরী অ্যাড. কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মো. জাকির হোসেন পাটওয়ারী, জেনারেল অডিটর অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, রানিং অডিটর অ্যাড. মো. কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি অ্যাড. মো. মাহাবুবুল আলম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. আবুল হাসনাত বেপারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. আবদুল কাদের খান, অ্যাড. মো. মোজাহেদুল ইসলাম, অ্যাড. মিসেস ফারজানা আক্তার।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৭ জানুয়ারি,২০১৯

Share