Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরিদগঞ্জ
জেলায়

চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরিদগঞ্জ

গত এক বছর জেলার আটটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদগঞ্জ উপজেলা এগিয়ে থাকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব এ.কে.এম. আমিনুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ খালেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত এক বছরে চাঁদপুর জেলার আটটি উপজেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ১৩ স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি, স্থায়ী পদ্ধতিসহ সকল কাজে এগিয়ে থাকায় পুরুষ্কৃত করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১১ জুলাই ২০২৪