Home / চাঁদপুর / চাঁদপুরে জেলহত্যা দিবস পালিত
চাঁদপুরে জেলহত্যা দিবস পালিত

চাঁদপুরে জেলহত্যা দিবস পালিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় তিনি বলেন, “বাঙালি জাতির ইতিহাসে যে কয়টি কলঙ্কজনক অধ্যায় রয়েছে, তার মধ্যে জেলহত্যা দিবস একটি। কারা অভ্যন্তরে কুচক্রি-খুনিদের হাতে প্রাণ দেন জাতীয় ৪ নেতা। খন্দকার মোস্তাক আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। কিন্তু সে ছিলো মীর্জাফর। সে বঙ্গবন্ধুকে প্রথম আঘাত করে।”

তিনি আরো বলেন, “আদর্শের বিকল্প নেই। আজকে দেশে যারা গুপ্তহত্যা শুরু করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। জেল হত্যা দিবসে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুরের সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

সহ-সভাপতি ওসমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিণয়ভূষণ মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজবল্লব দাস, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মো. বাবর, আবু পাটওয়ারী, রেল শ্রমিকলীগ সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এমএ হাসান লিটন, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাছুম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তরপুরন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মজিব কাজী, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আঃ মালেক দেওয়ান, রেলওয়ে শ্রমিকলীগ নেতা আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা আবুল হাসনাত সুমন, মোশারফ পাটওয়ারী প্রমুখ।

আলোচনাসভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ।

আশিক বিন রহিম

 

|| আপডেট: ০৮:৫২  পিএম, ০৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর