Home / চাঁদপুর / চাঁদপুরে জেলহত্যা দিবসে জেলা আওয়ামী লীগের কর্মসূচি
jail-hotta

চাঁদপুরে জেলহত্যা দিবসে জেলা আওয়ামী লীগের কর্মসূচি

আগামিকাল মঙ্গললবার ৩ নভেম্বর জেলহত্যা দিবস । চাঁদপুরেও কেন্দ্রিয় কমিটির আলোকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধী একটি খূনিচক্র ঢাকা কেন্দ্রিয় কারাগারে বঙ্গবন্ধু অনুগত চার জাতীয় নেতা সর্বজনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম,এইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতীয় চার নেতা স্মরণে ফ্রান্স আওামীলীগের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে সকাল ৭.৩০ সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল আটটায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও বাদ আছর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জেলহত্যা দিবস পালন করা হবে বলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটাওয়ারী দুলাল ।

করেসপন্ডেন্ট , ২ নভেম্বর ২০২০
এজি