চাঁদপুর শহরের জিটি রোড থেকে আব্দুল্লাহ্ ওবায়েদ ওরফে ওবায়দুল্লাহ (৩৭) নামের এক ‘জেএমবি’ সদস্যকে শুক্রবার রাত ১০টায় আটক করা বিষয়টি জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ওবায়দুল্লাহ শহরের বাবুরহাট ধনপদ্দি গ্রামের মৃত ডা. কামাল প্রধানীয়ার ছেলে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, ‘ সহকারী উপ পরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। ওবায়েদুল্লা সিলেট জেলার কোতোয়ালী থানায় বোমা হামলার মামলার অন্যতম আসামী। যার মামলা নং জিআর ১০৭৫ তাং ২০০৫। উল্লেখিত মামলা প্রধান আসামী মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আকতারুজ্জামান। এবং এই মামলা তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক বজলুর রশিদ।’
তবে আটকের সময় অভিযুক্ত ওবায়েদুল্লাহ জানায় ‘সে ওই মামলা খালাশ পেয়েছিলো। তার কাছে আদালত থেকে খালাশ পাওয়ার কাজগপত্র রয়েছে।’
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা আসামী আটক করে হাজতে প্রেরণ করেছি এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখছি। আদালতে সে নির্দোষ প্রমানিত হলে অবশ্যই ছাড়া পেয়ে যাবে।’
স্টাফ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০০ এএম, ৭ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ