বাংলাদেশ জুয়েলারি সমিতি চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির কাছেে আহবায়ক কমিটি ক্ষমতা হস্তান্তর করেছে।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারি সমিতি চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সাংগঠনিক সম্পাদব রঞ্জন ঘোষ, নির্বাচনী কমিটির অাহবায়ক দিলীপ দাস, যুগ্ম আহবায়ক শম্ভু প্রমূখ।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১১ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur