Home / চাঁদপুর / চাঁদপুরে ‘জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ’ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
চাঁদপুরে ‘জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ’ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
Exif_JPEG_420

চাঁদপুরে ‘জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ’ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় এবং চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৩ দিন ব্যাপি ‘জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ’ শিক্ষক প্রশিক্ষণ বৃহস্পতিবার (১১ মে) চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়।

এতে চাঁদপুরের বিভিন্ন উপজেলার মাধ্যমিক স্তরের ২শ’ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এটা হলো প্রশিক্ষণ কোর্সটির ১ম ব্যাচ।

৩ দিন ব্যাপি জীবনদক্ষতাভিত্তিক এ শিক্ষক প্রশিক্ষণ টি ৯ মে শুরু হয়। ৫ টি কক্ষে ২ জন করে মাস্টার ট্রেনার বিভিন্ন উপজেলার ওই শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ প্রদান করেন ।

জীবনদক্ষতাভিত্তিক এ শিক্ষক প্রশিক্ষণের প্রথম অধিবেশনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ইউনুছ ফারুকী শিক্ষক-শিক্ষিকাদের সাথে পরিচিত হন এবং শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় পরিচলিত ৩ দিন ব্যাপি জীবনদক্ষতাভিত্তিক এ শিক্ষক প্রশিক্ষণ কোর্সটির লক্ষ্য,উদ্দেশ্য,গুরুত্ব ও বাস্তরায়নের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন । কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা পরিদর্শক মো.মাসুদ আলম ।

৩ দিনের প্রশিক্ষণ কোর্সটির বিষয়বস্তুতে ১৪টি অধিবেশনে জীবনদক্ষতা ও জীবনভিত্তিক শিক্ষা, জীবনদক্ষতার মূল উপাদান,কার্যকর শিখন-শেখান কায়ক্রম,ধাপ,প্রক্রিয়া, জীবনদক্ষতার পদ্ধতি ও কৌশল,পাঠ-পরিকল্পনা,ব্যক্তিগত নিরাপত্তা ,বয়:সন্ধিকাল,প্রজনন স্বাস্থ্য ও অনুশীলন পাঠ উপস্থাপন ইত্যাদি।

মাস্টারট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন মো.আবদুল খালেক,শাহ এমরান, মো.ফরিদ আহমেদ,এ বিএম এনায়েত উল্লাহ, মো.হারুর অর রশিদ মো. জাকির হোসেন,বিলকিছ আকতার,মৌসুমী কর্মকার,মো. মোফাজ্জল হোসেন ও মাঈনুল হোসেন।

৩ দিন ব্যাপি জীবনদক্ষতাভিত্তিক এ শিক্ষক প্রশিক্ষণ কোর্সটির ২য় ব্যাচ ১২ মে শুরু ও ১৪ মে শেষ হবে। ১৫ মে ৩য় ব্যাচ শুরু হয়ে ১৭ মে শেষ হওয়ার নির্ধারিত সময়-সূচির ছক রয়েছে।

< প্রতিবেদক: আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৬ : ৩০ পিএম, ১১ মে ২০১৭, বৃহস্পতিবার

Leave a Reply