চাঁদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের সফরমালী থেকে শেকা কবিরাজ ও তার পরিবারের তিন সদস্যকে বুধবার (২১ সেপ্টেম্বর) ৩০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নিদের্শে উপ-পরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্স স্থানীয় শেকা কবিরাজের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার টাকার জালনোট উদ্ধার করে। এ সময় তাদের পরিবারে চার সদস্যকে গোয়েন্দা হেফাজতে নিয়ে আসা হয়।
এর আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে শেকা কবিরাজকে বেশ কয়েকবার ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং কয়েকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক এসআই ইসমাইল খন্দকার জানান, ‘৩০ হাজার জাল টাকার বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরোপুরি তদন্ত শেষে দোষীদের আইনের আওয়াত আনা হবে।’
এ সংবাদের ফলোআপ পরের সংবাদটি পড়ুন… চাঁদপুরে ‘জাল নোট’ দিয়ে কবিরাজ পরিবারকে ‘ফাঁসানোর’ দায়ে আটক ৩
প্রতিবেদক শরীফুল ইসলাম ও মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ