চাঁদপুরে জাল ও জাটকাসহ ৫৭ জেলে আটক

চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল, ৪ মণ জাটকাসহ ৫৭ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে আটক জেলেদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা করে জরিমানা করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যােিজস্ট্রেট রাশেদ মো. কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মেঘনা পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে জেলেরা জাটকা নিধন করছে। এ সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদ মো. কামাল নৌ পুলিশকে সাথে নিয়ে (বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টায় পর্যন্ত) সাড়ে ৯ ঘণ্টা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল, জাটকাসহ ৫৭ জন জেলেকে আটক করে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়া হয়।

|| আপডেট: ০৮:০৮ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর

Share