চাঁদপুরে জামায়াতের উদ্যোগে দোয়া

চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বাবুরহাটের স্থানীয় মিলনায়তনে মঙ্গলবার (৩০ জুলাই) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় মর্মান্তিক বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য এ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা প্রকাশনা সম্পাদক জনাব নাছির উদ্দিন। তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তা গোটা জাতিকে শোকাহত করেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ সতর্কতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া ও সহমর্মিতার মাধ্যমে আমাদের সকলকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আলগীর বন্দুকশী। দোয়া পরিচালনা করেন মাওলানা মনির হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, আকরাম হোসেন, মোঃ গোলাম আযম, মোঃ সালাহউদ্দিন প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক/ ৩০ জুলাই ২০২৫