Home / চাঁদপুর / নিহত ছাত্রলীগ নেতার স্মরণে চাঁদপুরে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
জানাজা

নিহত ছাত্রলীগ নেতার স্মরণে চাঁদপুরে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে নিহত ছাত্রলীগ নেতার স্মরনে গায়েবানা জানাজা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭) জুলাই আছরের পর শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে এই কর্মসুচি পাকন করা হয়। জানাজ পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নীম পাটওয়ারী দলাল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুক্তিযুদ্ধা সড়ক দিয়ে সায়াবানি মোড়, নতুন বাজার হয়ে মন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মেয়র রহমান জিল্লুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজু হমান টুটুল, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন, যুগ্ন আহবায় শিমুল হাসান শামনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সোলেমান হোসেন রাজু, সহ-সভাপতি সাইদুর রহমান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক খালেদুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-হালাল ইনু, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাধারণ সাইফ হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ গাজী, যুগ্ম আহ্বায়ক যাওয়াদ হোসেন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট, ১৭ জুলাই ২০২৪