হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পোশাক পরা বন্ধের হুমকী, সংখ্যালঘু নির্যাতন এবং পারিবারিক আইন পরিবর্তনের পাঁয়তারার প্রতিবাদে চাঁদপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের শপথচত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী একযোগে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সম্প্রতিক সময়ে একটি সাম্প্রদায়িক মহল কর্তৃক প্রকাশ্যে দেশের হিন্দু নারীদের শাখা-সিদুর ও হিন্দু পুরুষদের ধুতি ও পৈতা পরা বন্ধ করে দেওয়ার হুমকী দেয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘু হিন্দু নির্যাতন চলমান রয়েছে। এছাড়া হিন্দু ধর্মীয় পারিবারিক আইন পরিবর্তনের পাঁয়তারার চলছে। আমরা এইসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস এবং পারস্পরিক সম্প্রীতির চেতনাকে ধারণ করেই আমাদের দেশ স্বাধীন করা হয়েছে। অথচ একটি সাম্প্রদায়িক মহল সেই শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি কামনা করছি।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী, সদস্য সচিব কানু দত্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার রায়, যুগ্ম আহ্বায়ক ডা. বাবুল, নিতাই চন্দ্র মন্ডল, সাগর কৃত্তনিয়া, সিনিয়র সদস্য সচিব দীপক রায়, লিটল সরকার, কার্যক্ররী সদস্য বাপ্পি চন্দ্র দাস, রতন সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চাঁদপুর জেলা সভাপতি রাজিব চন্দ্র সাহা, শাহরাস্তি উপজেলা শাখার আহ্বায়ক শুভ্রত চৌধুরী, হাজীগঞ্জ উপজেলার আহ্বায়ক কনক সাহা, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রতন চন্দ্রদাস প্রমুখ।
এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব, ছাত্র মহাজোটের সকল সদস্য এবং লোকনাথ গীতা প্রচার সংঘের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur